ওমর ফারুক

স্পোর্টস ডেস্ক:

দল ভালো না করলেও বিশ্বকাপে রান পাচ্ছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। ৫ ইনিংসে করেছেন ২৭৪ রান। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। এবার বাংলাদেশের কোনো ব্যাটারের করা একমাত্র সেঞ্চুরিটাও এসেছে মাহমুদ উল্লাহর ব্যাটে।

বিশ্বকাপ শুরুর পর এক ভিডিও বার্তায় মাহমুদ উল্লাহর বাবা জান্নাতুল কাওসা তার বড় ছেলে রেইদের কাছ থেকে অনুপ্রেরণা পান। উল্লাহর অনুপস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল, কারণ বিসিবি টুর্নামেন্টের আগে তাকে সিরিজে প্রতিস্থাপন করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল।

বাবা মাহমদু উল্লাহর কঠোর প্ররিশ্রমের কথা অজানা নয় রাইদের।তাইতো ভিডিওতে মাহমুদ উল্লাহর উদ্দেশে রাইদকে বলতে শোনা যায়, ‘আমি জানি তুমি এই বিশ্বকাপটাকে স্পেশাল করে রাখতে চাও। আমি বিশ্বাস করি তুমি পারবে। শুভ কামনা বাবা, তুমি আমার গল্পের নায়ক।’