ওমর ফারুক

নিউজ ডেস্ক:

দেশব্যাপী অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী সপ্তাহের রোববার ও সোমবার অবরোধ কর্মসূচি পালন করে দলটি এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

বৃহস্পতিবার, ২ নভেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই উদ্যোগের আপডেট দেন। তিনি শুক্রবার সারা জাতির জন্য দোয়া মাহফিল ঘোষণা করেন।চলমান আন্দোলনে নিহত বিএনপি নেতাকর্মীদের স্মরণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এর আগে আজ বৃহস্পতিবার সরকারের পদত্যাগের দাবিতে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি।