ওমর ফারুক
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় আদালতের আদেশ উপেক্ষা করে সরকারি খাস ভূমি ছেড়ে না দিয়ে দখলে রাখায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে ২১ একর জমি উদ্ধার করেছে সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দিকী।
বৃহস্পতিবার ২ নভেম্বর সকালে উপজেলার এওঁচিয়া ইউনিয়নের ছনখোলা বাঁশখালি সীমান্তের পাশাপাশি ‘দায়ী ইল্লাল্লাহ ট্রাস্ট’ এর পাশে অন্তত ১২টি টিনের ঘর উচ্ছেদ করে সরকারি ভূমি উদ্ধার করেন তিনি।
উচ্ছেদ অভিযানে পুলিশ, আনসার, চকিদারসহ ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দিকী বলেন, ‘৬মাস আগে নোটিশ দেওয়ার পর সরেজমিনে গিয়েও তাদের সরে যেতে বলেছি কিন্তু তারা সরে যায়নি তাই আদালতের নির্দেশনামতো উচ্ছেদ অভিযান করে অন্তত ২১ একর সরকারি জমি উদ্ধার করেছি।
সরকারি জমি উদ্ধারে কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও ভূমিদস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারী দেন তিনি।

