ওমর ফারুক

স্পোর্টস ডেস্ক:

সেমিফাইনালে যাওয়ার জন্য চলতি বিশ্বকাপের ৩৪তম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আফগানিস্তান। তবে টস জিতে প্রথমে ব্যাট করলেও ইনিংসের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয় ছিল ডাচদের।


সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও ডাচরা ১৩৪ রানে প্রথম সারির 7টি উইকেট হারায়। ৪৬ দশমিক ২ ওভারে তাদের সবকটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৭৯ রানে আউট হয়ে যায় তারা।

শুক্রবার (৩ নভেম্বর) লখনৌতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই মুজিবের বলে লেগ-বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ওয়েসলি বারেসি।

ম্যাক্স ওডাউড এবং কলিন অ্যাকারম্যান দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন, কিন্তু ডাচরা উল্লেখযোগ্য সংখ্যক রান সংগ্রহ করতে লড়াই করে ৭ উইকেট এবং ১৩৪ রান হারায়, মূলত আফগান স্পিনারদের উপস্থিতির কারণে।

তবে একপ্রান্ত আগলে রেখে দলীয় রানের চাকা এগিয়ে নেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। আফগান স্পিন ফাঁদের মাঝেও তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। এ ব্যাটার দলীয় ১৫২ রানে রান-আউট হয়ে ফিরলে শেষ পর্যন্ত ১৭৯ রানের পুঁজি পেয়েছে নেদারল্যান্ডস।