ওমর ফারুক
নিউজ ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সর্বশেষ প্রস্তুতি অবহিত করতে নভেম্বরের প্রথম সপ্তাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ চেয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য কমিশন থেকে রাষ্ট্রপতির দপ্তরে সময় চাওয়া হয়। এ সাক্ষাৎ পিছিয়ে ৯ নভেম্বর দিয়েছে রাষ্ট্রপতির দপ্তর।
রোববার (৫ নভেম্বর) এ বৈঠক হবে বলে জানান তিনি। তবে সভা স্থগিত করা হয়েছে, নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর (বৃহস্পতিবার)।
কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল ও কমিশন সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই বৈঠকে চার কমিশনার অংশ নেবেন।
গত সোমবার (৩০ অক্টোবর) সংসদে আইনের রায় নিয়ে নির্বাচন (ইসি) অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীর আলমের মতে, এখন পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে কোনো গুরুতর বাধা নেই বলে জানিয়েছে আইন শিক্ষা বাহিনী। নভেম্বরের প্রথম পর্বে সংসদ নির্বাচনের ক্যালেন্ডার অনুমোদিত হবে।
বৈঠকটি কয়েকদিন পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হতে পারে।

