
বিনোদন ডেস্ক:
১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত বলিউড অ্যাকশন থ্রিলার 'পিপা' শিগগিরই মুক্তি পেতে চলেছে। রনি স্ক্রুওয়ালা এবং সিদ্ধার্থ রায় কাপুর প্রযোজিত, ছবিটির লক্ষ্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা।
১৯৭১ সালে, ভারতীয় মিত্র বাহিনী এবং বাংলাদেশ লিবারেশন আর্মি পাকিস্তানের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে। PT ৭৬ ট্যাঙ্ক, ভারতীয় সৈন্যদের দ্বারা মূলত 'পিপ্পা' বলা হত, পাকিস্তান সেনাবাহিনীর জন্য একটি বিধ্বংসী পরাজয়ের দিকে পরিচালিত করে।
রাজা কৃষ্ণ মেনন প্রযোজিত 'পিপা', ক্যাপ্টেন বলরাম সিং মেহতার চরিত্রে ইশান খাট্টার, বলরাম মেহতার প্রেমিকের চরিত্রে মৃণাল ঠাকুর, প্রিয়াংশু পেনিউলি এবং সোনি রাজদান অভিনয় করেছেন।
প্রসঙ্গত, আগামী ১০ নভেম্বর সরাসরি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘পিপ্পা’। এর মাধ্যমে ভারত-বাংলাদেশসহ বিশ্বের ২৪০টি দেশের দর্শকরা দেখতে পারবেন সিনেমাটি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.