
নুরল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম:সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় মোঃ রাশেদুল ইসলাম ৩১ ও মোঃ আইয়ুব আলী মেম্বার ৪০ কে গ্ৰেফতার করা হয়।
মোঃ রাশেদুল ইসলাম ৩১ হলেন চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার বাজালিয়া ইউনিয়নের বড় দুয়ারা,৮নং ওয়ার্ডের মোঃ ইসলাম মিয়ার ছেলে।
অপর দিকে মোঃ আইয়ুব আলী মেম্বার ৪০ হলেন চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের আফজলনগর ৪নং ওয়ার্ডের মৃত হায়দার বকসুর ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন গ্রেফতার কৃত আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.