সম্পাদক
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার এলংজুরী ইউনিয়নের নূরপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নূরপুর গ্রামের বাসিন্দা চুন্নু মিয়া (৬০) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৫০) স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গ্রেপ্তার চুন্নু মিয়া ও দেলোয়ারা বেগমের ছেলেরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত।
এক পর্যায়ে ছেলেদের সাথে তারাও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির রব্বানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নূরপুর গ্রামের বাসিন্দা শ্যামল মিয়া (৩৮) তার বাবা চুন্নু মিয়া ও মা দেলোয়ারা বেগম ও স্ত্রী রুবি আক্তারকে (৩৫) নিয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। আজ গোপন সংবাদের ভিক্তিতে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় চুন্নু মিয়া ও স্ত্রী দেলোয়ারা বেগমকে ৫১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্যামল ও তার স্ত্রী রুবি আক্তার পালিয়ে যায়। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

