
স্পোর্টস ডেস্ক:
পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সেক্রেটারি মোহন ডি সিলভা। বিশ্বকাপে ক্রিকেট দলের চরম ব্যর্থতায় বেশ সমালোচিত হচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। এর আগে, এক বিবৃতিতে ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির পদত্যাগের দাবি করেছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান ফার্নান্দো। পদত্যাগের কোনো নির্দিষ্ট কারণ জানাননি ডি সিলভা। তবে ধারণা করা হচ্ছে দলের ব্যর্থতার কারণেই সরে দাঁড়াচ্ছেন তিনি।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি সিলভা আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই পদত্যাগ করেছেন, আইসিসির নিয়মগুলিকে ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপ রোধ করে এবং লঙ্কান সরকারের আইনগুলিকে বোর্ডের কার্যাবলী পর্যবেক্ষণ করার অনুমতি দেয়। বোর্ড এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে সম্পর্ক তিক্ত থেকে উষ্ণতর দিকে চলে গেছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.