সম্পাদক

মোঃ নুর ইসলাম, শেরপুর সদর প্রতিনিধি:

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা নাকুগাঁও স্থলবন্দরের লোড আনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । নব-নির্বাচিত এই কমিটি চলতি বছর থেকে তিন বছরের জন লোড আনলোড শ্রমিক ইউনিয়ন পরিচালনা করবেন ।

এবারও নির্বাচনের মাধ্যমে লোড আনলোড শ্রমিক ইউনিয়নের কমিটি গঠিত হয়েছে । নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নাকুগাঁও স্থলবন্দর কয়লা,পাথর আমদানীকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার,আনোয়ার হোসেন, সায়েদুর রহমান, আক্তারুজ্জামান, হারুন অর রুশদ হান্নান, জামাল মিয়াসহ সাতজন। লোড আনলোড শ্র্রমিক ইউনিয়নের ভোটর সংখা ৭৯০ জন, নির্বাচনের তফসিল ঘোষণা হবার পর থেকে প্রার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে আনন্দ উচ্ছ্বাস। জমে উঠেছে বন্দর এলাকা, ভোটাররা তাদের পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পেরেছে ।

নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক পদসহ অন্যান্য পদে প্রার্থীদের সাথে কথা বলে জানা যায় যে ভোটাররা তাদের ভোট দিয়ে আমাদের বিজয়ী করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে বলতে চায় যে নাকুগাঁও স্থলবন্দরের লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সকল সদস্যদের সব দরনের সুযোগ দেওয়া হবে ।