
মোস্তাফিজার রহমান, ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
"যুবরাই লড়বে,সোনার বাংলা গড়বে"এই স্লোগানকে সামনে রেখে ফুলবাড়িতে সাহসী বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪ নভেম্বর বিকার ৪ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে নুশরাত জাহান জুঁই এর সভাপতিত্বে সাহসী বালিকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩ নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু,শিমুলবাড়ী মহিলা টেকনিক্যাল কলেজর অধ্যক্ষ, আশরাফুল আলম মন্ডল (বুলবুল), ফুলবাড়ী,সাংবাদিক এমদাদুল হক মিলন। ফাইট আনটিল লাইট (ফুল) যুব সংস্থার পরিচালক আব্দুল কাদের। এস আর এইচ আর টেকনিক্যার অফিসার রাধা রাণী, ইয়ুথ লীড টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী,ফিল্ড ফেসিলিটেটর আফরোজা (হ্যাপী),জাহীদ হাসান নয়ন সাধারন সম্পাদক, সাবেক ইউপি সদস্য আপেল মাহমুদ,ফুলবাড়ী যুব মানবসেবা সংগঠন,নব-জাগরণ সমাজ সেবী সংগঠনের সভাপতি,সাংবাদিক মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর),সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন । চাইল্ড,নট ব্রাইট (সিএনবি) প্রকল্পের সহযোগিতায় ফুলবাড়ী যুব মানবসেবা সংগঠনের আয়োজনে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কিসামত প্রাণ কৃষ্ণ স্বপ্ন সারথি বালিকা ফুটবল দল বনাম বুদার বান্নী বালিকা ফুটবল দল। কিসামত প্রাণকৃষ্ণ স্বপ্ন সারথি বালিকা ফুটবল ১ গোল করে, বুদার বান্নী বালিকা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.