সম্পাদক
শাকিল আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামির সেক্রেটারি আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তিনি উপজেলার সুয়ারারতল গ্রামের আয়াজ আলীর ছেলে।
বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, জামায়াত নেতা আব্দুল কাইয়ুম বড়লেখা থানায় ২৯ অক্টোবরের দায়েরকৃত একটি পুলিশ অ্যসল্ট মামলার পলাতক আসামি। বৃহস্পতিবার ভোর রাতে তাকে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

