ওমর ফারুক
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের হ্যামট্রামেক সিটিতে ইসরায়েল বিরোধী বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ নভেম্বর) দুপুরে শহরের জোসেফ ক্যাম্পাউ এভিনিউয়ের ভেটেরান্স এ বিক্ষোভ করে স্থানীয়রা। মেমোরিয়াল পার্ক থেকে রেলিটি শুরু হয় শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে হ্যামট্রামেক সিটি হলের সামনে র্যালিটি শেষ হয়।
এপিআই ভোট মিশিগানের ডিরেক্টর রেবেকা ইসলাম এবং কাউন্সিলর খলিল রেফাই একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেন, যখন হ্যামট্রাম্যাক সিটির মেয়র আমের গালিব এবং অন্যান্য প্রতিনিধিরা একটি সমাবেশে যোগ দেন।
এপিআই ভোট মিশিগানের ডিরেক্টর রেবেকা ইসলাম এবং কাউন্সিলর খলিল রেফাই একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেন, যখন হ্যামট্রাম্যাক সিটির মেয়র আমের গালিব এবং অন্যান্য প্রতিনিধিরা একটি সমাবেশে যোগ দেন।বিভিন্ন কমিউনিটির সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এই বিক্ষোভ র্যালি আয়োজন করে।

