
হারুন শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরামুল্লাহ বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে সকাল থেকে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ রয়েছে। সমস্যা সমাধান করে দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে বলে আশা করছি।’ দ্বিতীয় ইউনিট চালুর ১৩ দিনের মধ্যে আবারও বন্ধ হয়ে গেছে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। যান্ত্রিক ত্রুটির কারণে রোববার সকাল ছয়টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরামুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে সকাল থেকে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ রয়েছে। সমস্যা সমাধান করে দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে বলে আশা করছি।’ এর আগে গত ২৪ অক্টোবর কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়। সে সময় দ্বিতীয় ইউনিট থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। চলতি বছরের ১৫ এপ্রিল যান্ত্রিক ত্রুটির কারণে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। ২০২২ সালের ১৭ ডিসেম্বর উৎপাদনে যাওয়ার পর থেকে যান্ত্রিক ও কয়লা সংকট নানা কারণে ১০ বার বন্ধ হয় রামপালে তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।
ভারত ও বাংলাদেশ ২০১০ সালে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড তথা বিআইএফপিসিএল নামে কোম্পানি গঠন করা হয়। এ কোম্পানির অধীনে ১ হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) নামে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.