
মোঃ আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম রৌমারী উপজেলা শনিবার সকাল ১০ টায় ৪ নভেম্বর ২০২৩ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে, সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত অনুষ্ঠিত হলো ৫২ তম জাতীয় সমবায় দিবস এই উপলক্ষে এক উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সড়কের প্রধান প্রধান গলি প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।পরে এসে আলোচনা সভা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হোসেন এমপি মাননীয় প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। রৌমারী উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, রৌমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি,, উপজেলা সমবায় সমতিরও সদস্যবৃন্দ ও সাংবাদিকগন উপস্হিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.