
বিনোদন ডেস্ক:
গত বছর অভিনেত্রী আলিয়া ভাট পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন। রাহা নামে পরিচিত। মা হওয়ার পর থেকে, আলিয়া এবং রণবীর তাদের ভক্তদের কন্যা-সম্পর্কিত বিভিন্ন মাইলস্টোন সম্পর্কে আপডেট রেখেছেন।
কিন্তু মেয়েটির মুখ লুকিয়ে রেখেছিল। দর্শকরা ক্ষুদ্র রাহার মুখ দেখতে উদগ্রীব ছিলেন। এবার আলিয়া তা প্রকাশ করলেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে এসে আলিয়া জানান, রাহাকে আড়ালে রাখতে একেবারেই চান না তিনি। তবে নতুন অভিভাবক হিসাবে একটু সচেতন, যাতে মেয়ের মুখের ছবি ছড়িয়ে না পড়ে।
আলিয়া যেমন লিখেছেন, "আমি আমার মেয়ের ছবি বড় করতে চাই যাতে সবাই দেখতে পারে।" আমি তাকে আড়াল করতে চাই না। সে আমাদের গর্বিত করে।
তাহলে মেয়েটির মুখ লুকিয়ে রাখা হলো কেন? সেই প্রশ্নের জবাবও দিয়েছেন আলিয়া। অভিনেত্রী মন্তব্য করেছেন যে রাহা এখন বরং তরুণ।
প্রতিদিন তারাও, বাবা এবং মায়ের মতো, নতুন কিছু শিখে। সোশ্যাল মিডিয়ার এই দিনে এবং যুগে সমস্ত জায়গা জুড়ে নিজের ছবি দেখতে অভ্যস্ত হতে মহিলাদের কিছু সময় লাগবে।
প্রসঙ্গত, সোমবার (৬ নভেম্বর) এক বছর পূর্ণ হবে আলিয়া-রণবীরকন্যা রাহার। রণলিয়ার মেয়েকে দেখার জন্য উদ্গ্রীব তাদের অনুরাগীরা। রণলিয়াও জানিয়েছেন, শিগগিরই মেয়েকে সামনে আনবেন তারা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.