
স্পোর্টস ডেস্ক:
কাতার বিশ্বকাপ থেকেই বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল। ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার সঙ্গে ড্রয়ের পর উরুগুয়ের বিপক্ষেও ২-০ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সেলেসাওরা ২৪ নভেম্বর ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মুখোমুখি হবে। তবে, দলের প্রধান উদ্বেগ নেইমার জুনিয়রের ইনজুরি, কারণ তিনি দ্বিতীয় অস্ত্রোপচারের প্রয়োজন ছেঁড়া হাঁটুর লিগামেন্টের কারণে ম্যাচটি মিস করবেন।
নেইমার জুনিয়র ছেঁড়া হাঁটুর লিগামেন্টের জন্য দ্বিতীয় অস্ত্রোপচার করেন, যার ফলে তিনি ম্যাচ মিস করেন। ইনজুরির তালিকায় যোগ হয়েছে কাসেমিরো। কলম্বিয়া এবং আর্জেন্টিনা ম্যাচের জন্য ২৪ সদস্যের একটি দল ঘোষণা করা হয়েছে।
মারকানা স্টেডিয়ামে ১৬ ও ২২ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। ব্রাজিল কোচ দিনিজ বিশ্বাস করেন বড় তারকা ছাড়া ম্যাচটি চ্যালেঞ্জিং হবে, কারণ গত বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতিহাসের সেরা খেলোয়াড় এবং ইউরোপের শীর্ষ লিগে খেলে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.