ওমর ফারুক
আমি লিখবো না কিছু দেশকে নিয়ে
বলবো না দেশের পক্ষে,
শত দুর্নীতির মাঝেও বলবো
রয়েছি উন্নয়নের শীর্ষে।
মানুষের ক্ষতি দেখেও
নেবো না কোন কষ্ট,
বাংলার কথা ভেবে ভেবে আর
করবোনা সময় নষ্ট।
আমার দেশে স্বাধীন ভাবে
ঘুরবো এখন আমি,
কাদঁবো না কভু
দেশের দেখে কষ্ট।
তবেই যদি হতে পারি
প্রকৃত দেশ প্রেমিক,
তোমায় ধিক জানাই
ও দেশ প্রেমিক।
আমি দেখব না আর নয়ন মেলে
হোকনা যত ক্ষতি,
আমি বলবো না কিছু থাকলে
তবে আমার চলার গতি।
আমি কান দিয়ে শুনবা না
ফুটপাতের অবুঝ শিশুর কান্না,
আমি প্রতিবাদী হয়ে বলবো না আর
নেতা সাহেব তাদের জন্য একটু ভাবেন-না।
চলছে চলুক দেশের সব
পুড়ে হোক ছারখার,
আমি চাই শুধু ভাল থাকি আমি
আমি আর আমার পরিবার।
তবেই যদি হতে পারি
প্রকৃত দেশ প্রেমিক।
তালা দিয়েছে মনুষ্যত্বের দাঁড়ে
চাবি দিয়েছি ফেলে
তাদের কথা ভেবে ভেবে
যাবেনা সময় কেটে।
আমি অত্যাচার দেখেও ভাষণ দেবো
বলবো চলছে বেশ,
শত দুর্নীতির মাঝেও বলবো
উন্নয়নের দেশ।
স্বাধীন দেশে পরাধীন রবে
ভিন্ন মতের যারা,
তাদের দেখে বলি আমি
রাজাকার যে তারা।
তবেই যদি হতে পারি আমি
প্রকৃত দেশ প্রেমিক,
তাইতো আমার বিবেক কে
জানায় হাজার ধিক।

