
আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ফিলিস্তিনি জনগণকে সহায়তা করার জন্য ১.২ বিলিয়ন ডলারের তহবিল প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছেন। তিনি গাজার উচ্চ শিশুমৃত্যুর হার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। ডয়চে ভেলের একটি প্রতিবেদন৷
জাতিসংঘের মহাসচিব ৬ নভেম্বর সোমবার বলেছেন যে অর্থগুলি পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের ৫ লাখ মানুষকে এবং গাজায় বসবাসকারী ২৩ লাখ মানুষকে সহায়তা করার জন্য ব্যবহার করা হবে। এছাড়াও, তিনি গাজাকে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের নিশ্চয়তা দেওয়ার জন্য পদক্ষেপ নিতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
জর্ডান উপত্যকায় ক্রমাগত যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইসরাইল সীমান্ত বন্ধ করে দেয়। প্রয়োজনীয় পরিমাণের তুলনায় রাফাহ সীমান্ত অতিক্রমকারী ত্রাণবাহী গাড়ি খুব বেশি নয়। গুতেরেসের মতে, গত দুই সপ্তাহে মাত্র ৪০০ গাড়ি গাজায় প্রবেশ করেছে। তবে এর আগে প্রতিদিন ৫০০ ট্রাক ত্রাণ আসত। জাতিসংঘ মহাসচিব এই সময়ে উপত্যকায় শক্তি সরবরাহের ওপর জোর দেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.