
রিপন কান্তি গুণ, নেত্রকোনা সদর প্রতিনিধি;
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন সময়ের বীরত্বগাথা উপস্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ (৭ নভেম্বর) মঙ্গলবার সকালে জেলা পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলার বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তাদের আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ কাহিনী উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।
জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলর পরিচালক, যুগ্ম সচিব শাহ আলম সরদার, প্রকল্প পরিচালক ড. মোঃ নূরুল আমিন, নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.