
নিউজ ডেস্ক:
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ নিয়ন্ত্রণের অবসানের দাবিতে আন্তর্জাতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার (৬ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় ‘ইসলামে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ দাবি জানান।
প্রধানমন্ত্রী গাজার ভয়াবহতাকে ১৯৭১ সালে বাংলাদেশে বর্বর নির্যাতনের ফলে মারা যাওয়া দুই লাখ নারীর সাথে তুলনা করেছেন। মিয়ানমারে হাজার হাজার নির্যাতিত রোহিঙ্গা নারী ও শিশুদের নির্যাতন গাজার ট্র্যাজেডির প্রতিফলন করে। যারা নিষ্ঠুরতার শিকার হয়েছিল তারা আগস্ট ২০১৭ সালে অভয়ারণ্য খুঁজতে বাংলাদেশের সীমান্তে পালিয়ে গিয়েছিল।
ইসলামে নারীর মর্যাদা তুলে ধরার জন্য সৌদি আরব ও ওআইসিকে এ সময় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.