ওমর ফারুক

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ি
(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ফুলবাড়ীতে বাংলাদেশ কৃষক লীগ বড়ভিটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত।

মঙ্গলবার ৭ নভেম্বর সকাল ১১ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্রী হরে কৃষ্ণ চন্দ্রের উঠানে বাংলাদেশ কৃষক লীগ, বড়ভিটা ইউনিয়ন শাখার সভাপতি ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হকের সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন।
আরোও বক্তব্য রাখেন, কৃষক লীগের আহবায়ক হরিপ্রসাদ কাঞ্চন,সদস্য সচিব লুৎফর রহমান লাভলু, ভাঙ্গা মোড় ইউনিয়নের কৃষক লীগের সভাপতি আবু মুছা,সাধারণ সম্পাদক মুজিবুল রহমান শেখ, হরেকৃষ্ণ রায় প্রমূখ।

৫ নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কৃষকলীগ, বড়ভিটা ইউনিয়ন শাখার আয়োজনে সভাটি সঞ্চালনা করেন, বাংলাদেশ কৃষক লীগ, বড়ভিটা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আয়নাল হক।