ওমর ফারুক
আন্তর্জাতিক ডেস্ক:
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গাজার আল-শিফা হাসপাতালের বাইরে একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলি সেনাবাহিনীর হামলাকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসাবে বিবেচনা করার দাবি জানিয়েছে। গত ৮ নভেম্বর বুধবার প্রকাশিত এক খবরে আল জাজিরার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
অভিযোগে দাবি করা হয়েছে, গত শুক্রবার আল-শিফা হাসপাতালের বাইরে একটি অ্যাম্বুলেন্সে হামলা চালায় ইহুদি সেনারা। ঘটনার পরপরই ধারণকৃত যাচাইকৃত ছবি ও ভিডিও এইচআরডব্লিউ সরবরাহ করেছে। ঘটনার এক প্রত্যক্ষদর্শীকেও জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি।
ফুটেজে স্ট্রেচারে অ্যাম্বুলেন্সের ভেতরে একজন আহত মহিলাকে দেখা গেছে। অ্যাম্বুলেন্সের আশেপাশে কমপক্ষে ২১ জন মৃত বা আহত ব্যক্তিকে দেখা গেছে। তাদের মধ্যে পাঁচজন যুবক।
এইচআরডব্লিউ একটি বিবৃতিতে বলেছে যে তারা অ্যাম্বুলেন্সটি সামরিক অভিযানের জন্য ব্যবহার করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র সোশ্যাল মিডিয়া এক্স-এ আপলোড করা একটি ভিডিও ইতিমধ্যে অ্যাম্বুলেন্স হামলার কথা অস্বীকার করেছে।
তবে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির মতে, হামলায় একজন অ্যাম্বুলেন্স চালক ও একজন চিকিৎসক আহত হয়েছেন।

