
নিউজ ডেস্ক:
আজ বুধবার, ৮ নভেম্বর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামে নারী ও তার ওমরাহ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফেরার পথে যাত্রা করছেন। সকাল ৮টার মধ্যে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময় দুপুর ১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত একটি বাণিজ্যিক বিমান কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে যাত্রা করে।
প্রধানমন্ত্রী এর আগে ৫ নভেম্বর বিকেলে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মহানবী (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন।
আসরের নামাজের পর শেখ হাসিনা দোয়া ও ফাতিহা পাঠ করেন। প্রধানমন্ত্রী ৬ নভেম্বর "ওমেন ইন ইসলাম" সম্মেলনে বক্তৃতা করেন। তিনি ওআইসির শীর্ষ নির্বাহী এবং শীর্ষ সম্মেলনের বাইরে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.