
শাকিল আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন তারুণ্য নাট্যগোষ্ঠীর আয়োজনে মাসিক সভা ও দু'জন সাংস্কৃতিক কর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে পৌর শহরের আলআমিন মার্কেটে তারুণ্য নাট্যগোষ্ঠীর সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র'র পরিচালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন তারুণ্য নাট্যগোষ্ঠীর আজীবন সদস্য তপন চৌধুরী, আয়াজ বাঙালি, সহ-সভাপতি শেফালী পাল, সাংগঠনিক সম্পাদক অসীম কর, অর্থ সম্পাদক সহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার, শাকিবসহ প্রমুখ।
এসময় মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও উপস্থিত সকলের সম্মতিক্রমে তারুণ্য নাট্যগোষ্ঠীর পরিবেশনায় নতুন নাটক মঞ্চস্থ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মপরিকল্পনাসহ বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পরে গত ১৪ অক্টোবর মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক তারুণ্য নাট্যগোষ্ঠীর আজীবন সদস্য তপন চৌধুরী (নাট্যকলা) ও আয়াজ বাঙালী (কণ্ঠসংগীত) বিভাগে সম্মাননা অর্জন করায় তাদেরকে সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.