সম্পাদক

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯ (ক) ধারায়কিশোরগঞ্জের ইটনা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহাগ মিয়া সহ আরোও দুইজন কে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে প্রেরণকৃত আসামিরা হলেন, সদর ইউনিয়নের নয়াাহাটির মৃত নূরুল ইসলাম এর ছেলে ইউপি চেয়ারম্যান ১) মোঃ সোহাগ মিয়া (৩৬), কিশোরগঞ্জের মৃত আইয়ুব আলীর ছেলে ২) রানা(৩০), ইটনা পশ্চিম গ্রামের জয়নাল মিয়ার ছেলে ৩) লিয়াকত (৩৫)।

৬ই নভেম্বর কিশোরগঞ্জের সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত নং-৩ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্তের আদালতে ইউপি চেয়ারম্যান মোঃ সোহাগ মিয়া (৩৬), রানা(৩০) এবং লিয়াকত (৩৫) আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। আদালত তা নাকচ করে তাদের কে কারাগার পাঠানোর নির্দেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালে কিশোরগঞ্জ সদরের হোটেল পার্কে মাদকসহ তারা পুলিশের কাছে গ্রেফতার হন। কিশোরগঞ্জ থানার মামলা নং: ০৮(০২)২০১৮।

উক্ত মামলার প্রেক্ষিতে, গত ২৭ অক্টোবর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্ত তাদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড, তৎসঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।