ওমর ফারুক

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা। বিশ্বকাপের মঞ্চে অতিমানবীয় ইনিংস খেলে তারই যথার্থতা প্রমাণ করলেন ম্যাক্সওয়েল। চরম ব্যাটিং ব্যর্থতায় ধুকতে থাকা দলকে এক হাতে টেনে তুলেন তিনি। ১২৮ বলে খেলেন ২০১ রানের নান্দনিক ইনিংস।
যেখানে ১০টি ছক্কার পাশাপাশি ২১টি চার মারেন। এর সাথে সাথে রেকর্ডবুকে নিজের জায়গা করে নেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২০০ রানের মালিক এখন তিনি।

অস্ট্রেলিয়া তাদের অষ্টম বিশ্বকাপ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৯১ রানে ৭ উইকেট হারিয়েছে, কিন্তু প্যাট কামিন্সের 8 তম উইকেট জুটিতে ২০২ রানে জিতেছে। ওয়ানডে ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি এবং ছয় নম্বর বা তার নিচে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এখন ম্যাক্সওয়েলের দখলে।

ম্যাক্সওয়েল এবং কামিন্স ওয়ানডেতে ছয় নম্বরে বা তার নিচে সর্বোচ্চ ইনিংস এবং ওয়ানডেতে অষ্টম উইকেটে সর্বোচ্চ ২০১ রানের রেকর্ড গড়েন। তাদের মহাকাব্যিক ইনিংস নিউজিল্যান্ডের রেকর্ডকে হারিয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান তাড়া করে।