ওমর ফারুক

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

ফুলবাড়ীতে শিল্পকলা একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৮ নভেম্বর সন্ধা ৬ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহাম্মেদের সভাপতিত্বে ফুলবাড়ীতে শিল্পকলা একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী সরকার।

আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভূমি) মলিহা খানম,উপজেলা সমাজ সেবা অফিসার রায়হানুর ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, প্রভাষক ও সাংবাদিক জাকারিয়া মিঞা,প্রভাষক শংকর রায়।

আলোচনা সভায় বক্তারা উপজেলা শিল্পকলার কমিটি গঠন, উন্নয়ন, শিল্পী গঠন ও এটাকে স্বচালিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায়, শিল্পকলা একাডেমির ৫৪ সদস্যেদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়েছে।