
নিউজ ডেস্ক::
বিএনপির সম্ভাব্য সংসদীয় প্রার্থীদের নির্বাচনী এলাকা পরিদর্শনের নির্দেশনা দিয়েছে দলের উচ্চ নেতৃত্ব। জেলা পর্যায়ে অবরোধ আরো জোরদার করা হলে ঢাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে বলে দলের নীতিনির্ধারণী নেতারা জানিয়েছেন।
নীতি প্রণয়নের দায়িত্বে থাকা নেতাদের হরতাল অবরোধের বিকল্প হিসাবে একটি সময়উপযোগী কর্মসূচী তৈরির পরামর্শ দেওয়ার হয়েছে। এখন পর্যন্ত, দলের অধিকাংশ কর্মকর্তা ও বিএনপির সম্মিলিত আন্দোলনের সদস্যরা সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত হরতাল চালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
এমতাবস্থায় বুধবার সকাল থেকে তৃতীয় দফা অবরোধ শুরুর দাবি জানিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। ৪৮ ঘণ্টা পর শুক্রবার সকাল ছয়টায় সড়ক অবরোধ শেষ যাবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.