ওমর ফারুক

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ি
(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

ফুলবাড়ীতে জলবায়ু সহনশীল স্থায়িত্বশীল কৃষি সম্প্রসারণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৯ নভেম্বর সকাল ১০ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অফিসার্স ক্লাব সভা কক্ষে জলবায়ু সহনশীল স্থায়িত্বশীল কৃষি সম্প্রসারণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর ওমেন ইনিশিয়েটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ফুলবাড়ী উপজেলার ২০টি রিফ্লেকশন একশন সার্কেল এর ২০ জন প্রতিনিধি ও ইউএসএস এর ৫ জন প্রতিনিধি ওরিয়েন্টেশনে অংশ গ্রহণ করে এই ওরিয়েন্টেশনে ভেল্যু চেইন এনালাইসিস ও বাজার ব্যবস্থাপনা বিষয়ক বিষয়াদী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ওরিয়েন্টেশনটি উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন। প্রশিক্ষণ প্রদান করেন ওমেন ইকোনমিক ইমপাওয়ারমেন্ট সমন্বয়কারী, একশনএইড বাংলাদেশের ডঃ শওকত আকবর ফকির। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা শাখার উদয়াঙ্কুর সেবা সংস্থার,প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।