ওমর ফারুক
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধের আজকে ছিলো দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে অবরোধ পালিত হচ্ছে ঢিলেঢালা। দোকান-পাটই ছিলো খোলা, রাস্তায় যান চলাচল ছিলো স্বাভাবিক; তবে দূরপাল্লার যানবাহন ছিলো অল্প। আঞ্চলিক যানবাহন ও ইজিবাইক ছিলো সচারাচর।
আজ ২য় দিনে নরসিংদীর মাধবদীতে আওয়ামিলীগ ছিলো মাঠে। অবরোধ প্রত্যাখ্যান করেছে অবরোধ বিরুধী অবস্থান কর্মসূচি পালন করেছে মাধবদী পুরাতণ বাসস্ট্যান্ডের সাথে রাইনওকে মার্কেট সংলগ্ন ঢাকা ছিলেট মহাসড়কে।
এ সময় বাংলাদেশ আওয়ামিলীগ এর বন ও পরিবেশ উপকমিটির সদস্য প্রফেসর ডক্টর শেখ আবুল হোসেন হানিফ, মাধবদী আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস,নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মো. সিকু মিয়া প্রমুখ।
এসময় অবস্থান কর্মসূচিতে নানা ধরণের শ্লোগানে প্রতিবাদ করেন নেতাকর্মীরা।

