
শাকিল আহমদ বড়লেখা ( মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় মাছরাঙা বুক সপের উদ্বোধন ও সমাজসেবক জাবেদুল ইসলাম সবুজের ‘চা বাগান হেরিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টায় পৌর শহরের উত্তর চৌমুহনীর ফরিজ আলী ম্যানশনে এ অনুষ্ঠানের আয়োজন করে মাছরাঙা প্রকাশন।
অনুষ্ঠানে মাছরাঙা প্রকাশনের প্রকাশক আবুল কাশেম এর সভাপতিত্বে শিক্ষক বদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোহাম্মদ আবদুল খালিক। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আকমল হোসেন নিপু, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দীন, জুড়ী শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, প্রভাষক মোশাররফ হোসেন সবুজ ও প্রভাষক সঞ্জিত কান্তি দেব, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক রঞ্জন দাস, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন। বাংলাদেশ প্রেসক্লাব বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক তাহমিদ ইশাদ রিপন, সাংবাদিক তপন কুমার দাস, সাংবাদিক শাহরিয়ার শাকিল, হিউম্যান রাইটস বড়লেখা শাখার সাধারণ সম্পাদক সাহিন খান প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘চা বাগান হেরিয়া’ গ্রন্থের লেখক জাবেদুল ইসলাম সবুজ, মাছরাঙা প্রকাশনের নির্বাহী কর্মকর্তা লেখক মৃণাল কান্তি দাস প্রমুখ
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গা থেকে আগত কবি,সাহিত্যিক শিক্ষক, সাংবাদিক, গীতিকার, ছড়াকার ও গুনিজনবৃন্দুরা।
অনষ্ঠানে অতিথি বৃন্দগন বলেছেন, বড়লেখায় প্রথম সাহিত্য চর্চার এই কেন্দ্রটি উত্তর উত্তর সফলতা অর্জন করুক এবং আমাদের সকলের ছেলে / মেয়ে ভাই বোনদের বই পড়তে ও উপহার দিতে উৎসাহিত করি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.