ওমর ফারুক
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যে মহাযজ্ঞে নামার চেস্টা করছে তাদের এ অপচেস্টাকে রুখে দিতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের দেশের মানুষের জান মাল রক্ষায় সার্বক্ষনিক মাঠে থাকার অনুরোধ জানিয়েছেন সাতকানিয়া উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতকানিয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি।
এক বিবৃতিতে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোতালেব বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, পদ্মা সেতু নির্মান, মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান, রামপাল ও মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মান, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মান, চট্টগ্রাম-কক্সবাজার রেলওয়ে লিংক লাইন নির্মান, বছরের প্রথম দিন বিনামুল্যে ছাত্র ছাত্রীদের হাতে বই পৌঁছানো, মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বৃদ্ধিকরন ও সারাদেশে মহাসড়কগুলো ৪ লেইনে উন্নিতকরন, যোগাযোগ ব্যবস্থায় অভুতপুর্ব উন্নয়ন ও দেশের সকল ইউনিয়ন পরিষদকে ডিজিটালাইজ্ড করে দেশকে যখন স্মার্ট বাংলাদেশে রুপান্তরের দ্বারপ্রান্তে তখনিই বিএনপি-জামায়াত সেই পুরানো চিরচেনা রুপে নিজেদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের পরিচয়ে আবার দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্ঠির মাধ্যমে দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করা এবং সরকারের আকাশচুম্বি জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্ঠির পাঁয়তারা করছে।
পুলিশ হত্যা, গাড়িতে অগ্নিসংযোগ, সরকারী স্থাপনায় হামলার মাধ্যমে জনমনে ভীতি সৃষ্ঠির ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে।
এমতাবস্থায় দেশের স্বাধিনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ সকল ভ্রাতৃপ্রতিম সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে দেশের মানুষের জান-মাল রক্ষায় রাজপথে থেকে পাহারা দিতে হবে, দুর্বৃত্তরা জনজীবনে প্রতিবন্ধকতা সৃষ্ঠি করলে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মুজিবাদর্শের কর্মীরা বিএনপি-জামায়াতের যেকোন ধরনের নৈরাজ্য ও সন্ত্রাস ঠেকাতে সর্বক্ষন মাঠে সক্রিয় থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য করে সিআইপি মোতালেব বলেন, কোন অবস্থাতেই সরকারের ভাবমুর্তি ক্ষূন্ন হয় বা প্রশ্নবিদ্ধ হয় এহেন অপতৎপরতা রোধে সবাইকে সবসময় সজাগ থাকতে হবে, সরকারের উন্নয়ন মহাযজ্ঞের চালচিত্র জনগনের কাঁছে পৌঁছাতে হবে এবং দেশের অভূতপূর্ব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে জনগনকে নিয়মিত উদ্বুদ্ধ করতে হবে।

