
এস এম আব্দুল্লাহ সউদ,কালাই প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে ভুল চিকিৎসায় নয় মাসের গর্ভবতী বিদেশী জাতের একটি গাভী মারা যাওয়ার অভিযোগ ওঠেছে শরিফুল ইসলাম নামের এক ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে।এ ঘটনা শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার পুনট ইউনিয়নের ভূগোইল গ্রামে ঘটেছে।
ভুল চিকিৎসা দিয়ে গাভী মেরে ফেলার পর গ্রামবাসীরা ভুয়া চিকিৎসককে আটকে রেখে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশকে খবর দেয়।পরে কালাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি ঘটনাস্থলে গিয়ে ভুয়া চিকিৎসকের কোনও সনদ না থাকায় সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক মাসের কারাদন্ডের আদেশ দিয়ে শরিফুলকে জেল- হাজতে প্রেরণ করেছে।
দন্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক শরিফুল ইসলাম ভূগোইল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,ভূগোইল গ্রামের আব্দুল মোমিন শুক্রবার সকালে তার গর্ভবতী গাভীর চিকিৎসার জন্য একই গ্রামের পশু চিকিৎসক শরিফুলকে ডেকে নেয় বাড়ীতে। চিকিৎসক গাভী দেখে চিকিৎসা দেন।
এর কিছুক্ষণ পর গাভীটি মাটিতে পড়ে গিয়ে মারা যায়।এরপর গ্রামের লোকজন চিকিৎসক শরিফুলকে বাড়ীতে আটকে রেখে উপজেলা নির্বাহী অফিসার,পুলিশ ও উপজেলা প্রাণী সম্পদ অফিসারকে মোবাইল ফোনে জানান।
খবর পেয়ে তারা সকলেই ঘটনাস্থলে গিয়ে পশু চিকিৎসক শরিফুলের চিকিৎসার উপর নিবন্ধন ও প্রশিক্ষণের সার্টিফিকেট দেখতে চান।এ সময় শরিফুল কোনও নিবন্ধন বা প্রশিক্ষণের সার্টিফিকেট দেখাতে পারেননি।
মারা যাওয়ায় গাভীর মালিকের অভিযোগের প্রেক্ষিতে ভুল চিকিৎসায় গর্ভবতী গাভী মেরে ফেলা এবং ভূয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রে জান্নাত আরা তিথি ভ্রাম্যমান আদালত বসিয়ে শরিফুলকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে জেল-হাজতে প্রেরণ করেন।
গাভীর মালিক আব্দুল মোমেন বলেন, গাভীটি ৯ মাসের গর্ভবর্তী।কয়েকদিন আগে পাইকাররা এই গাভীটি দেড় লাখ টাকা দাম করেছে। ভুল চিকিৎসা দিয়ে শরিফুল আমার গাভীটিকে চোখের সামনে মেরে ফেলেছে।সে যে চিকিৎসক না তা আমাদের জানা ছিল না।অথচ এলাকায় অনেক দাপটের সাথে ডাক্টারি করছে।তার বিচার হওয়া দরকার।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.হাসান আলী বলেন,যার কোনও নিবন্ধনসহ প্রশিক্ষণের সার্টিফিকেটই নেই তার কোনও চিকিৎসা দেয়ার অধিকার নেই।সে কখনও চিকিৎসক হতে পারে না।শরিফুল একজন প্রতারক।সে এলাকাবাসীর সাথে প্রতারনা করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি বলেন,প্রতারনা করে ভুল চিকিৎসা দিয়ে গাভী মেরে ফেলার ঘটনায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।পরবর্তীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.