ওমর ফারুক

ময়মনসিংহ, ফুলপুর প্রতিনিধি, মোঃ কামরুল ইসলাম খান:

ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকাল ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। তিনি পদ্মা সেতু, ফ্লাইওভার নির্মাণ, মেট্রোরেল নির্মাণ, মডেল মসজিদ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নসহ নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আবারও আওয়ামী লীগের নৌকায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন,গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়নের যাত্রাকে ব্যাহত করছে।দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিন।

তিনি আরো বলেন ফুলপুর তারাকান্দার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে সবাইকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ‌কে ক্ষমতায় আন‌তে হ‌বে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মেয়র মি. শশধর সেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হামিদুল আলম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওন প্রমুখ।

এর আগে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও কেক কেটে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।