
স্পোর্টস ডেস্ক:
দেড় মাসের বিশ্বকাপ সফর শেষে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল। রোববার (১২ নভেম্বর) ভোরে দেশের উদ্দেশে পুনে ছেড়েছেন রিয়াদ-মুশফিকরা।
সেমিফাইনালে ওঠার আশা নিয়ে বিশ্বকাপে গেলেও খালি হাতেই দেশে ফিরতে হয়েছে টাইগাররা। হাথুরুসিংহের ছাত্ররা তাদের বিশ্বকাপ অভিযান শেষ করেছে পয়েন্ট তালিকার নীচে, ৯ ম্যাচের মধ্যে ৭টিতে হেরেছে।
গত দেড় মাসে বাংলাদেশ ক্রিকেট দল ইতিবাচক খবর দিতে পারছে না। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে মৌসুম শুরু করার পর টানা ছয় ম্যাচ হেরে যায় তারা। নয়টি ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারানোর পর টাইগাররা তাদের নবম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে।
বিসিবি জানিয়েছে, সকাল ৯টার মধ্যে ক্রিকেটাররা দেশে আসবেন। ইনজুরির কারণে ইতিমধ্যেই দেশে ফিরেছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের আটে আছে বাংলাদেশ দল। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে পয়েন্ট টেবিলে অন্তত আটে থাকতে হবে বাংলাদেশের।
রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ভারত ও নেদারল্যান্ডস। ঐ ম্যাচে ডাচরা হারলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত হবে বাংলাদেশের।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.