ওমর ফারুক
নিজস্ব প্রতিবেদক:
লেবু গরম পানি পানে শরীরের বিভিন্ন জটিল ও কঠিন রোগ সেড়ে যায় এবং যে সকল রোগের জন্য দীর্ঘ মেয়াদী ঔষধ সেবন করতে হয় ভোরে খালি পেটে কুসুম-গরম পানি ও লেবু মিশ্রণ নিয়মিত পান করলে বহুলাংশে তা সেড়ে উঠছে।
এমনটাই প্রমাণ হচ্ছে গরম পানি ও লেবু মিশ্রণ পান প্রজেক্টে।

এখানে কয়েকশত নারী-পুরুষ প্রতিদিন কাক ডাকা ভোরে খালি পেটে কুসুম-গরম পানি লেবু মিশ্রণ পান করছে। আর এই কুসুম-গরম পানি ও লেবু মিশ্রণের সংস্থান করছে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে প্রতিষ্ঠিত সেবামূলক সংগঠন আলী হোসেন ফাউন্ডেশন।

আলী হোসেন ফাউন্ডেশনের এই কার্যক্রম ২ বছর ধরে চলমান। ১৩ নভেম্বর সোমবার ভোরে ২ বছর পূর্তি ও ৩ বর্ষে পদার্পণ উপলক্ষে কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করে সংগঠনটির কর্তৃপক্ষ।

বিদ্যাবাড়ীর সভাপতি হতে শুভেচ্ছা উপহার গ্রহণ করছেন আলী হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলী হোসেন।
প্রায় ২ বছর যাবত পানি পানের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে উপকারভোগীরা বলেন, তারা এই পানি পান করে এখন অনেক সুস্থ। এমনকি অনেক সেবাগ্রহীতা এখন আর ঔষধ সেবন করতে হয়না।

সম্মননা স্মারক গ্রহণ করছেন প্রভাষক বেলাল আহমেদ
প্রতিষ্ঠা বার্ষিকী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহসান হাবীব রোমান এর সঞ্চালনায় উদ্ভোধন সবুজ পরিবেশ আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি রোটারিয়ান প্রফেসর ডক্টর শেখ আবুল হোসেন হানিফ।

উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক এমদাদুল হক খোকন, বিদ্যাবাড়ী এর প্রতিষ্ঠাতা প্রভাষক বেলাল আহমেদ, ফজলুল করিম কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল ও ছড়াকার শাহাদাত হোসেন প্রমূখ।

বক্তব্য রাখছেন আলী হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলী হোসেন
প্রতিষ্ঠা বার্ষিকী অনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আলী হোসেন, অনুষ্ঠানের সভাপতি নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ আল আমিন রহমান।
অনুষ্ঠানে অতিথিগণ তাদের বক্তব্যে এই আশাজাগানিয়া কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এই কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করেন।


