
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক চারটি মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া থানার সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেলে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ০৬ ধারায় কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সোলায়মান (৫০) ও আজমাল হুদা মিঠুকে (৪৫) তিন হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৫১, ৫৩ ধারায় রতন চন্দ্র সাহা (৫১) ও স্বপন মিয়াকে (৩৮) ৫১ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন।
মোট ৪টি মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানার এ এস আই মো. ইব্রাহিম খলিল ও কালীগঞ্জ পৌর ভূমি অফিসের অফিস সহায়ক মো. এরশাদ হোসেন উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.