
মোঃ শহিদুল ইসলাম শাওন , আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলায় দেশীয় মুরগী ও ছাগল ভেড়া খামারিদের মাঝে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ক্লাইমেট স্মার্ট শেড হস্তান্তর ও উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (১৩ নভেম্বর) উপজেলার কয়েকটি এলাকায় ১০৯ টি পিজি সদস্যদের মাঝে এই ক্লাইমেট স্মার্ট শেড হস্তান্তর করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে ও এলডিডিপি প্রকল্পের আওতায় ছাগল, ভেড়া, দেশী মুরগীর মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ৩২টি ছাগলের শেড ও ৭৭টি মুরগীর টি-শেড হস্তান্তর করা হয়েছে।
মুরগীর প্রতিটি শেডে ২০-২৫টি মুরগী পালন করা যাবে। এতে করে পরিবেশ বান্ধব শেডে মুরগী পালনে রোগ বালাই কমবে, ফলে মুরগীর উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।
দেশী মুরগী হতে উৎপাদিত ডিম ও মাংস পারিবারিক পুষ্টি চাহিদা মেটাবে এবং গ্রামীণ নারীদের স্বাবলম্বী হতে অগ্রণী ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা
মুহাম্মদ আশরাফুল আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম.এ কাদের মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মনিরা বেগম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক জানান, দেশীয় মুরগী ও ছাগল ভেড়ার জন্য আধুনিক বাসস্থান পরিচর্যার ক্ষেত্রে যেমন সুফল বয়ে আনবে তেমনি রোগ বালাই নির্মূলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ক্লাইমেট শেড বিতরণে খামারীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.