
হিরন মিয়া, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি-জামাতের ডাকা অবরোধ প্রতিরোধে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ সম্পাদক, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন সমর্থকরা মটর সাইকেল শোডাউন করেছেন।
সোমবার (১৩ নভেম্বর ) দুপুরে কেন্দুয়া পৌরসভার কমলপুর মহল্লার এড.আব্দুল মতিন এর বাসভবন আয়েশালয় থেকে মতিন সমর্থকরা কয়েক শতাধিক মটরসাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌর শহরসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো ঘুরে অবরোধের বিরুদ্ধে শোডাউন করেছেন।
এসময় নেতাকর্মীরা বিএনপি-জামাতের অবরোধ প্রতিরোধে বিভিন্ন স্লোগান দেয়।
শোডাউনে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হক বিল্লাল তালুকদার সহ উপজেলা ও ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.