
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তরাখণ্ডে একটি টানেল ধসে ৪০ জন শ্রমিক আটকা পড়েছে। রোববার (১২ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
চার কিলোমিটার দীর্ঘ টানেলের প্রায় ১৫০ মিটার ধসে পড়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। সতর্কতা জারি করা হয়েছে। রাজ্য পুলিশ এবং জরুরি ব্যবস্থাপনা সংস্থা উদ্ধারে সহায়তা করছে।
কর্মকর্তাদের মতে, টানেল থেকে শ্রমিকদের উদ্ধার করতে প্রায় ২০০ মিটার ধ্বংসস্তূপ অপসারণ করতে হয়েছিল। টানেলের ভিতরে, পাইপের মাধ্যমে কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহ করা হয়।
শিগগিরই আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদী কর্মকর্তারা। উত্তরকাশী এবং যমনোত্রীর হিন্দু মন্দিরগুলিকে সংযুক্ত করার জন্য টানেলটি তৈরি করা হয়েছিল।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.