ওমর ফারুক
স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভো আলাভেসকে হারিয়েছে বার্সেলোনা। খেলায় দুবার গোল করেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোস্কি। রোববার (১২ নভেম্বর) মন্টজুইক অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার প্রথম মিনিটেই সবাইকে চমকে দেন আলাভেস। সামু ওমোরোডিয়নের গোলে এগিয়ে ছিল তারা। প্রথমার্ধ পর্যন্ত নেতৃত্ব দেন সফরকারী দল। হাফের পর ৫৩তম মিনিটে লেভানডোস্কির গোলে সমতা আনে কাতালানরা।
পরে উভয় পক্ষই অনেক হামলা চালায়। তবে গোলের দেখা পায়নি কেউই। খেলার ৭৮তম মিনিটে পেনাল্টি পায় বার্সেলোনা। পেনাল্টি থেকে গোল করেন লেভানডভস্কি। শেষ পর্যন্ত পোলিশ স্ট্রাইকারের জোড়া গোলে বার্সেলোনা ২-১ গোলে জিতেছে।
এই জয়ের পরও পয়েন্ট টেবিলের তিন নম্বরেই রয়েছে বার্সা। ১৩ ম্যাচে ৯ জয়, তিন ড্র এবং এক হারে জাভির দলের পয়েন্ট ৩০। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জিরোনা। আর ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

