
মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জে সুজন-সুশাসনের জন্য নাগরিক হবিগঞ্জ জেলা কমিটির আয়োজনে একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সমঝোতা, সম্প্রীতি চাই,সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই " এ প্রতিপাদ্য সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচী অনুসারে রবিবার (১২ নভেম্বর) শহরের সুরবিতান হলরুমে সন্ধ্যা ৫-৩০ মিনিটে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা জেলা কমিটির সিনিয়র সহসভাপতি এ,এস,এম মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোতালেব তালুকদার দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহুল বারী লিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি মোঃ আব্দুর রকিব, সহসভাপতি মীর গোলাম রাব্বানী, হবিগন্জ সদর উপজেলা কমিটির সভাপতি জুনাব আলী তালুকদার শামীম, লাখাই উপজেলা কমিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি দেওয়ান সোয়েব রাজা।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন সাব্বির আহমেদ চৌধুরী, এবং জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন শেখ আব্দুল কাদির কাজল।
আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বানিয়াচং উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, এম,এ,হান্নান,সৈয়দ মনিরুল ইসলাম, হাফিজুর রহমান।প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.