
নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা ও কমলপুর শাহজালাল আলিম মাদ্রাসার ইংরেজি শিক্ষক মো: কামরুজ্জামান আকিল এর বিরুদ্ধে গত ১০ নভেম্বর ভিত্তিহীন মামলায় গ্রেফতার করা হয়।
পরে তাহার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ ফেসবুক সহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়।এমনকি ভুক্তভোগীকে টাকার দাবি করেন ভূয়া নিবন্ধনহীন মডেল প্রেসক্লাবের আহবায়ক আজিজুল রহমান জয় নামক এক কতিপয় সাংবাদিক।
উল্লেখীত ঘটনার বিরুদ্ধে এবং ঐ সাংবাদিক সহ ৩জনের বিরুদ্ধে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধবপুর থানা, হবিগঞ্জ জেলা প্রশাসক,পুলিশ সুপার সহ উর্দুতম প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
এবং সিলেট সাইবার আদালতে আইসিটি মামলার দায়ের করার জন্য সকল প্রস্তুতি নিয়েছেন বলে জানান ভুক্তভোগী শিক্ষক কামরুজ্জামান আকিল।
উল্লেখীত ঘটনার জন্য সকলের নিকট আইনগত ব্যবস্থা ও সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী কামরুজ্জামান আকিল।
এই বিষয়ে অভিযুক্ত আজিজুল ইসলাম জুয়ের সঙ্গে বার বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.