সম্পাদক
আন্তর্জাতিক ডেস্ক:
হাসপাতালের ভিতরে ঢুকে অপারেশন শুরু করেছে ইসরায়েলের সেনা। টুইট করে তা স্বীকার করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স কর্তৃপক্ষ।
এতদিন আল-শিফা হাসপাতালকে কেন্দ্র করে লড়াই চলছিল। এবার ঘোষণা দিয়ে হাসপাতালের ভিতরে ঢুকে অপারেশন শুরু করল ইসরায়েল। টুইট করে একথা জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। তারা জানিয়েছে, হামাসকে ১২ ঘণ্টার মধ্যে হাসপাতাল চত্বর ছেড়ে বেরিয়ে আসতে বলা হয়েছিল। তারা তা না করায় হাসপাতালের ভিতরে ঢুকে অপারেশন চালাতে বাধ্য হচ্ছে তারা।
টুইটে আইডিএফ জানিয়েছে, হাসপাতালের সুনির্দিষ্ট এলাকায় অপারেশন চালানো হচ্ছে। অন্য রোগীদের যাতে সমস্যা না হয়, সে দিকে খেয়াল রাখা হয়েছে। তাদের সঙ্গে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আছেন। এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করার মতো দল তাদের সঙ্গে আছে। হাসপাতালের ভিতর যেখানে হামাসের নেতৃত্ব লুকিয়ে আছে, সেই জায়গা চিহ্নিত করা হয়েছে। সেখানেই অপারেশন চালানো হচ্ছে। খবর: ডিডব্লিউ

