
মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
আল-খিদমাহ্ রক্তদান সোসাইটি পরিবারের রক্তদাতা ও সেচ্ছাসেবীদের নিয়ে ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) রাতে সোসাইটির লাখাই উপজেলা কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন আখরস পরিবার এর প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মঈনুল ইসলাম, সহ পরিচালক সজীব আলী, অর্থ সম্পাদক শামিম, কাইয়ুম, তাফসির, মনিরুল ইসলাম আনিক,শরীফ, খোকন, আরাফাত, সবুজ, আফজাল, ফরহাদ প্রমুখ ।
এতে সেচ্ছাসেবী ও রক্তদাতাদের উদ্দেশ্যে কাজী মঈনুল ইসলাম বলেন মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্তদাতাদের বিকল্প নেই। প্রতিটি ঘরে ঘরে আমাদের রক্ত যোদ্ধা তৈরি করা উচিত যাতে করে রক্তের অভাবে কোনো মুমূর্ষু রোগী মারা না যায়।
সকল সেচ্ছাসেবী ও রক্ত যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আপনাদের সার্বিক সহযোগিতা ও পরিশ্রমের কারণেই আখরস পরিবার আজ এত দূর এগিয়েছে।
সহ পরিচালক সজীব আলী বলেন এই অল্প সময়ে আমরা সেচ্ছাসেবী ও রক্ত যোদ্ধাদের সহযোগিতায় এখন পর্যন্ত আমরা ৭টা শাখার কার্যক্রম বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি এবং ৮টা ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি বাস্তবায়ন করেছি এতে প্রায় ৩ হাজার সাধারণ মানুষ ও স্কুল কলেজের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
১টা বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও শতাধিক অসহায় মানুষদের আর্থিক সহযোগিতা করা হয়। এর ধারা বাহিকতা রক্ষায় ও মানবতার কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে সংগঠন এর এডমিন, মডারেটস, মেডিকেল টিম ও সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করছি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.