
সিদ্দিকুর রহমান ইমন, স্টাফ রিপোর্টার:
দলীয় সরকারের অধীনে ঘোষিত একতরফা তফসিল বাতিলের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিল থেকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখান করেছে দলটি।
বৃহস্পতিবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা উদ্যোগের পৌরসভার চত্বর থেকে এই মিছিল শুরু হয়। মিছিলিটি হেমেন্দ্র শাহের মোড়
এরপর নরসিংদী রেলওয়ে স্টেশনে সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা সভাপতি আসরাফ উদ্দিন ভূইয়া, সহ সভাপতি কাউছার আহামেদ ভূইয়া, জয়েন্ট সেক্রেটারি রাকিবুল ইসলাম, ঢাকা বিভাগীয় সংগঠিত সম্পাদক আরিব বিন মেহের উদ্দিন, স্থানীয় কমিটির সদস্য মাহাবুব হোসেন প্রমূখ।
মিছিল থেকে নেতাকর্মীরা এই মুহূর্তে দরকার জাতীয় সরকার এবং অবৈধ তফসিল মানি না মানবো না সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.