
মো: মুক্তাদির হোসেন, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলা ছাত্র লীগের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক বছরের জন্য কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির মোড়ল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটির সভাপতি সাবেক সভাপতি তানভীর মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসানকে আগমী এক বছররের জন্য কমিটি ঘোষণা করেন।
নব ঘটিত কালীগঞ্জ উপজেলা আওয়ামী ছাত্র লীগের সভাপতি আমাদের প্রতিনিধির একান্ত সাক্ষাৎ কারে বলেন আমাকে এবং সাধারণ সম্পাদক হিসেবে ওয়াহিদ হাসান কে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করায় কালীগঞ্জের শান্তি কন্যা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই, এবং কৃতজ্ঞতা স্বীকার করছি, তাঁরা আরো বলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটিতে ত্যাগি ও নুতন, যোগ্যদের মূল্যায়ন করা হবে।
সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে একটি শক্তিশালী পূর্নাঙ্গ কমিটি উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ । কালীগঞ্জের ছাত্র রাজনীতিতে পরিচ্ছন্ন ছাত্র নেতা হিসেবে আলাদা অবস্থান তৈরি করেছেন।
আমরা উপজেলা আওয়ামী ছাত্র লীগের কমিটির সদস্যরা প্রতিটি মিছিল, মিটিংয়ে আমাদের সরব উপস্থিতি ছিল । এবং সামনের দিনে ও লড়াই সংগ্রামে কালীগঞ্জ উপজেলা আওয়ামী ছাত্র লীগের কমিটির সদস্য থানা আওয়ামী লীগের সকল প্রোগ্রামে পাশে থাকবে,পাশাপাশি প্রতিটি ইউনিটে ও ত্যাগী,ও যোগ্যদের মূল্যায়ন করা হবে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, আমাদের প্রতিনিধিদেরকে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.