
হৃদয় এস এম শাহ্-আলম,মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ ধারায় মামলায় বাহার মিয়া (২৩) নামে এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (১৬ নভেম্বর) বৃহস্পতিবার রাত ১০ টায় উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের সেলিম মাহমুদ লিটনের মেয়ের নামে একই গ্রামের মৃত আলেফ খাঁর ছেলে বাহার মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক আইডি খোলে নানা আপত্তিকর ছবি পোষ্ট করে।
এই ঘটনায় সেলিম মাহমুদ লিটন বাদি হয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-৬) আদালতে একটি মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে মামলা রেকর্ড করেন। এই মামলার আসামী বাহারকে গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ।
ভুক্তভোগীর পিতা সেলিম মাহমুদ ও এলাকার একাধিক ব্যক্তি জানায়, বাহারের কাজই হচ্ছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়ে গোপনে মেয়েদের ছবি তুলে আপত্তিকর ছবি ও ভিডিও বানানো।
পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ভয় দেখিয়ে অর্থ আদায় করা।এলাকার একটি সূত্র জানায় যারা তাকে অর্থ দিতে অপরাগতা জানায় তাদের ছবি সে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.