
নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার (১৭ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে ৮০০ টন কয়লা বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে ৷ জাহাজে থাকা ১২ নাবিক সাঁতরে তীরে পৌঁছেছেন৷
বাংলাদেশ লাইটার জাহাজ শ্রমিক সংগঠনের সহ-সভাপতি মাইনুল হোসেন মিন্টু জানান, ‘‘৮০০ টন কয়লা নিয়ে জাহাজটি যশোরের নওয়াপাড়ার উদ্দেশে যাচ্ছিল৷’’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পশুর নদীতে একটি ডুবো চরের সাথে ধাক্কা খেয়ে জাহাজটির তলা ফেটে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ লাইটার জাহাজটি হারবাড়িয়া এলাকায় থাকা একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য নিয়ে যাচ্ছিল৷
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.